৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সাধারণ ও কারিগরি/পেশাগত ক্যাডারের প্রার্থীদের মধ্যে ১ হাজার ৩৫০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, এই মৌখিক পরীক্ষা শুরু হবে ২ মার্চ থেকে এবং চলবে ২৫ মার্চ পর্যন্ত। পরীক্ষাটি আগারগাঁও, শেরেবাংলা নগরে পিএসসি কার্যালয়ে অনুষ্ঠিত হবে, এবং প্রতিদিন ৯০ জন প্রার্থীর পরীক্ষা নেওয়া হবে।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নির্দিষ্ট অনলাইন ফরম পিএসসির ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে হবে এবং মৌখিক পরীক্ষার দিন ফরম ও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে ৩০ মিনিট আগে বোর্ডে জমা দিতে হবে। সংশ্লিষ্ট কাগজপত্র জমা না দিলে প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়ে যাবে।
৪৪তম বিসিএসের জন্য মোট ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে, এর মধ্যে প্রশাসন, পুলিশ, পররাষ্ট্র, আনসার, নিরীক্ষা, কর, সমবায়, রেলওয়ে, তথ্য, ডাক, বাণিজ্য, পরিবার পরিকল্পনা, খাদ্য, টেকনিক্যাল ও শিক্ষা ক্যাডারে নিয়োগের জন্য প্রার্থীরা নির্বাচিত হবেন।
মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি দেখা যাবে এই লিংকে : https://bpsc.gov.bd/sites/default/files/files/bpsc.portal.gov.bd/psc_exam/e43f8e88_0a52_47ba_a94f_c1b2ad6ac533/Scan_20022025_001.pdf